রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ভ্রাম্মমান আদালতের নেতৃত্বে নগরীর লালখান বাজারস্থ কাচা বাজার, বাঘগোনা, এবং পড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাস্তার উপর অবৈধ ভাবে কাচা বাজার এবং বিভিন্ন ধরনের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
রাস্তার মাঝে পিলার বসিয়ে দোকান পরিচালনা করার দায়ে দুই দোকান ৪ হাজার এবং এক এল,পি,জি গ্যাসের দোকানকে সিটি কর্পোরেশন এর রাস্তায় টিন দিয়ে দোকানের সিমানা প্রাচীর বাড়ানো এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর কন্টেইনার কে দোকানের নিজেস্ব মালামাল রাখার কাজে ব্যবহার করার কারনে ১০ হাজার টাকা জড়িমানা করা হয়।