চট্টগ্রামের বোয়ালখালীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পোপাদিয়া ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্না এবং সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজান।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তারা গত ৯ অক্টোবর থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি