স্টাফ রিপোর্টার আরাফাত আহমেদ রনি
শনিবার (১৯ সেপটেম্বর) সাংবাদিক এবং মুক্তিযোদ্ধাদের উপর বাশখালির এমপি মুস্তাফিজ এর অনুসারী দের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর চট্টগ্রাম জেলা নেতা সাহেব মুরাদ সাকুর সভাপতিত্বে কামরুল হুদা পাবেল এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচী পালন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা পরিষদের সেক্টর কমান্ডার মোজাফ্ফর ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামি লীগও যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, মহানগর যুবলীগ নেতা দেলওয়ার হোসেন দিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধা মোজাফ্ফর ইসলাম বলেন, বাশখালির এমপি বাংলদেশের সূর্য সন্তানদের এর উপর হামলা করে কিভাবে এখনও এমপির আসনে বহাল রয়েছেন। তাকে এমপি আসন থেকে সরিয়ে আওয়মি লীগ থেকে বহিস্কার সহ তার দৃস্টান্তমূলোক শাস্তির মাননীয় প্রদানমন্ত্রীর শেখ হাসিনার কাছে আবেদন করছি।
মহানগর আওয়ামি লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার মনি তরুন সমাজের আইডল তাদের উপরে এই নেক্কারজনক হামলা কখনই মেনে নওেয়া যায় না। এই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের তরুন সমাজের উপর খারাপ প্রভাব আমি তরুন সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি যে এই কুলাঙ্গার মুস্তাফিজ কে অতি দ্রুত এমপি পদ থেকে অপসারন করে আওয়ামি লীগ থেকেও বহিস্কার করা হোক।
সভাতে উপস্থিতো ছিলেন, মুক্তিযোদ্ধা মাইনুন উদ্দিন মামুন, মুক্তিযোদ্ধা শেখ ফরিদ মিটু, মুক্তিযেদ্ধা মোঃ মন্জু সহ চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আওয়ামি লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ এর নেতা-কর্মিরা
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে মৃত মুক্তিযোদ্ধা আলী আশরাফ রাষ্ট্রীয় সম্মান না দেওয়ায় ও স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বিতর্কিত মন্তব্য করার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে মুক্তিযেদ্ধারা তাতে এমপি মোস্তাফিজ এর অনূসারিরা মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের উপর হামলা করেন। তারেই ধারবাহিকতায় আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বেশ কিছু সংঘঠন।