স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরীর এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ ভ্রাম্যমাণ আদালত।
নগরীর বহাদ্দারহাট ও বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় মাস্ক না পরায় ১৫ জনকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্কহীন ১০০ জনের মাঝে ১০০টি মাস্ক বিতরণ করা হয়।
এদিকে নগরীর ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এসময় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিকাল ৩টার দিকে ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এসময় মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন তিনি।
একই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর পতেঙ্গা, সী-বিচ এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।