চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা দুই নারীর মরদেহের সঙ্গে বিকৃতাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সেলিম (৪৮) নামের এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ডোম সেলিম কুমিল্লা জেলার লাকসাম থানার সাতেশ্বর গ্রামের নোয়াব আলীর ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট খাজা রোড এলাকায় বাস করেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৩৭৭/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন সিআইডির উপপরিদর্শক কৃষ্ণকমল ভৌমিক।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মু. শাহনেওয়াজ খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে অপমৃত্যুর শিকার দুই নারীর মরদেহ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল। ওই মরদেহের সঙ্গে বিকৃতাচারে লিপ্ত হন অভিযুক্ত সেলিম মিয়া। ডিএনএ পরীক্ষার সূত্র ধরে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম সিআইডির কাছে দুই মরদেহের সঙ্গে বিকৃতাচারের বিষয়টি স্বীকার করেন বলে জানান এসএসপি মু. শাহনেওয়াজ খালেদ। গতকাল মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ২০২০ সালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এমন ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি মামলা হয়েছিল।