চট্টগ্রামে বেরসিক বৃষ্টিতে বন্ধ রয়েছে আফগানিস্তান বনাম বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। আজ বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি নামার আগে তিন উইকেটে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে স্বাগতিক ব্যাটারদের খানিকটা চাপে রাখেন মুজিব-নবীরা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ইনিংসের সূচনা করেন তামিম ইকবাল এবং লিটন দাস। আফগানদের হয়ে প্রথমে বোলিংয়ে আসেন ফজল হক ফারুকি। উইকেটে ঘাস থাকায় দেখেশুনেই খেলতে থাকেন দুই টাইগার ওপেনার। দ্বিতীয় ওভারে অভিষিক্ত বোলার সেলিম সাফির বলে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন তামিম। আর তামিম-লিটনের সতর্ক শুরুর পরও এদিন সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম ওভারে ফারুকীর বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন শতভাগ ফিট না হয়েই খেলতে নামা তামিম। ২১ বলে দুই চারে ১৩ রান করে এ টাইগার ওপেনার ফিরলে ব্যাটিংয়ে আসেন নাজমুল হাসান শান্ত।
ক্যাপ্টেন তামিম সাজঘরে ফেরার পর লিটন-শান্ত জুটিতে প্রথম পাওয়ার প্লে শেষে ৪৮ রানের সংগ্রহ পায় টাইগাররা। এরপর উইকেটে সেট হয়েও ম্যাচের ১২তম ওভারে মুজিব উর রহমানের বলে ক্যাচ তুলে আউট হন লিটন দাস। ডিপ স্কয়ার লেগে এই টাইগার ওপেনারের তোলা সহজ ক্যাচ মুঠোবন্দী করেন রহমত শাহ। ২৬ বলে খেলা ইনিংসে দুই চার এক ছয়ে ডানহাতি এ ব্যাটার করেছেন ৩৫ রান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে লিটনের পর সাকিব আল হাসান মাঠে নামলেও তাকে খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি শান্ত। পরের ওভারেই নবীর বলে ক্যাচ তুলে ২১ বলে ১২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন এ বাঁহাতি ব্যাটার। এরপরই নামে বৃষ্টি। ফলে ম্যাচের পনের ওভার পরই বন্ধ হয়ে যায় খেলা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি