চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যায় ভেসে যাওয়া দাদা-নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, একই দিন সকাল ৮টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলের নতুন সেতুর নিচে বন্যায় ভাসমান অবস্থায় দাদার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার পাশে পাওয়া যায় নাতির মরদেহ।
নিহতরা হলেন-চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী নাছির মোহাম্মদ পাড়ার আবু সৈয়দ (৮০) ও তার নাতি মো. আনাস (১০)।
সৈয়দের ছেলে মোক্তার হোসেন জানান, মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বাড়ি থেকে দোহাজারী পৌরসভার পূর্ব জামিজুরিতে বাবা ও আনাস বাসায় আসছিল। পথেই তারা বন্যায় ভেসে যান।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দাদা ও বুধবার নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। নাতির ও দাদার দাফন সম্পন্ন হয়েছে।
ডিবিএন/এসই/ এমআরবি