চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরে নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক লাখো কণ্ঠের চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মো. শাকিল। গতকাল বুধবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড় সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারের সামনে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী প্রচন্ড ভাবে মেরে আহত করে সাংবাদিক মো. শাকিলকে। বর্তমানে মোঃ শাকিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মোঃ শাকিল।
এ ব্যাপারে আহত সাংবাদিক মো. শাকিল জানান, অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে তথ্য সংগ্রহ করার পর টাইগারপাস থেকে বাসায় যাওয়ার পথে নেভি কনভেনশন হলের সামনে প্রথমে আমাকে মারধোর করে। পরে আমার গাড়ি ভাঙচুর করে। তাছাড়া আমার মোবাইল, মানিব্যাগ সহ টাকা, প্রতিষ্ঠান পরিচয় পত্র, গাড়ির কাগজপত্র তারা নিয়ে যায়।
তিনি অভিযোগ করে জানান, টাইগারপাসের অবৈধ গ্রাম সিএনজি মেইনটেইন করে চালাচ্ছে জসিম ওরফে ভাইগ্না জসিম, রুবেল, মোহন, এরা সকলেই সিএনজি ড্রাইভার। আর এরাই বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে মেরেছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিএমপি কমিশনারের চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ থাকলেও অদৃশ্য এক শক্তির বলে চট্টগ্রাম শহরে এখনও চলছে গ্রাম সিএনজি। নগরীর আকবরশা থানার সেভেন মার্কেট, খুলশী থানার ঝাউ তলা রেল ক্রসিং থেকে পলিটেকনিক, এছাড়াও আরো অনেক জায়গায় চলছে চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি।
তাছাড়া বিভিন্ন সময় চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি দিয়ে অনেক অনৈতিক কাজ করতে দেখা গিয়েছে। তাই শহরবাসী দ্রুত চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি বন্ধ করে জড়িত হর্তাকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান।