স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং,ইপিজেড, বন্দরও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে সিএমপি ডিবি (বন্দর ও পশ্চিম) কর্তৃক সাড়াশি অভিযান, গ্রেফতার ২০ জুয়ারী।
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে- টিম ১১, ,১৫, ১৬,১৮ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান পরিচালনা করে ২০ জন জুয়াড়িকে নগদ ৩০,১৬০/- (ত্রিশ হাজার একশত ষাট) টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করে মহানগর গোয়েন্দা (বন্দরওপশ্চিম) বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ অক্টোবর) সকালে সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যম কে জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর থানার বিভিন্ন জুয়ার আসরে চারটি টিম অভিযানে নামে। এ সময় ২০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব জুয়াড়িদের পেছনে যারা মদদ দিচ্ছে তাদেরকে গ্রেফতারও অভিযান চালানো হবে।’