চট্টগ্রামে চিকিৎসক মোস্তাফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচণার অভিযোগে স্ত্রী তানজিলা মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহতের মা। মামলায় আকাশের স্ত্রী ছাড়াও শাশুড়িকেও আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক নানা বিষয়ে বুধবার (৩০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে স্বামী-স্ত্রী’র ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মিতুর বাবা এসে তাকে নিয়ে যায়। এরপরই ডা. আকাশ শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন। তার আগে নিজের পরিণতির জন্য স্ত্রী ডাক্তার মিতু এবং শাশুড়িকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন। তার এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে নগরীর নন্দনকানন এলাকায় থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশ।