নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে কিশোর গ্যাং লিডার জাহিদসহ ৫ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) কিশোর গ্যাংয়ের এই সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে আলমগীর নামে এক যুবককে ছরিকাঘাত করার পর রাতব্যাপী অভিযান চালিয়ে গ্যাং লিডারসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে লালখানবাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ঝামলা চলছিলো। এরই ধারাবাহিকতায় লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী বেলালের অনুসারী আলমগীরকে জাহিদের নেতৃত্বে আক্রমণ করে ছুরিকাঘাত করে। আলমগীর বাসায় প্রবেশের আগে হত্যার উদ্দেশে সুমন নামে একজন উপর্যপুরি ছুরি দিয়ে ছুরিকাঘাত করে।
পরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত ছুরিটি ও উদ্ধার করা হয়েছে।
কিশোর গ্যাং লিডার জাহিদের নেতৃত্বে এক থেকে দেড়শ সদস্য সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার পাঁচজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী বলে জানা গেছে।
এদিকে গুরতর আহত আলমগীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদ শাহীনুজ্জামান আরও বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষই মরিয়া হয়ে আছে। উভয়পক্ষই চাচ্ছে একপক্ষ আরেক পক্ষকে সরিয়ে দিয়ে এককভাবে অধিপাত্য বিস্তার করতে। এরই প্রেক্ষিতে সাদা পোশাকের পুলিশসহ টহল বৃদ্ধি করা হয়েছে লালখান বাজার এলাকায়।