ডিবিএন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকার বাহাদুর মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি দোকান আগুন পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার সময় বন্দরটিলাস্থ একটি মার্কেটে আগুন লাগার খবর আসে। দমকল বাহিনীর ৪টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে মার্কেটের মুদি দোকান ও বেশ কয়েকটি কাপড়ের দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
অন্যদিকে, গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ১২টায় বরগুনার আমতলীর বাধঘাট (চৌরাস্তা) এলাকায় অগ্নিকান্ডে ফলের দোকানসহ ৭-৮টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।