স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
আজ মানবতার মহামানব, আল্লাহর প্রেরিত দুত, আল্লাহর প্রিয় হাবিব হুজুরে পাক হজরত মোহাম্মদ (সাঃ) এর দুনিয়াতে আগমনের দিবস। এইদিনে প্রতিবারেই চট্টগ্রামের আঞ্জুমানে রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জোসনে জুলুছে ইদে মিলাদুন্নবি পালন করা হয়। এইবার করোনার কারনে অনেক দ্বিধা থাকলেও পরবর্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে সিমীত পরিসরে আয়োজন করার অনুমদন দেয়া হয়।
সিমীত পরিসরে অনুমদন দেয়া হলেও এইবার মাঠে নেমে জুলুছে সরিক হয় হাজারো নবি প্রেমিক। জুলুছের ময়দানের এইবারের প্রধান আলোচ্য বিষয় ছিলো নবি করীম হজরত মোহাম্মদ (সাঃ) কে ফ্রান্সের করা অবমাননা। সকল নবি প্রেমিরা ফ্রান্স এর প্রেসিডেন্ট ইমায়নুল ম্যাক্রন কে প্রকাশ্য ক্ষমা আর যতদিন অব্দি সে ক্ষমা না চাইবে ততদিন অব্দি ফ্রান্সের সকল পন্য বর্জনের আহ্বান জানান।
অনেকেই জুলুছে হজরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননা করায় বিভিন্ন প্লে-কার্ড নিয়ে এর প্রতিবাদ জানায়।