স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এর দায়ীত্ব পাওয়ার পর অবধৈ হকার উচ্ছেদ এর কার্যক্রম পরিচালনা করেন সিটি কর্পোরেশন এর নবনিযুক্ত প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। হকার উচ্ছেদ কার্যক্রম ঘোষনা করলেও পরবর্তিতে হকারদের আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে তাদের কে হাটার জায়গা অবশিষ্ট রেখে, দোকান বন্ধ করার পর দোকানের মালামাল সড়িয়ে ফেলা এবং সময় নির্ধারন করে দোকান বসানোর অনুমতি দেন সুজন। বেশ কয়েকদিন এই নিয়ম মানলেও এখন এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো রাস্তা দখল করছেন অবধৈ ভাসমান হকাররা।
এ ব্যাপারে হকারদের সাথে কথা বললে, তারা সঠিক নিয়মেই দোকান বসাচ্ছেন বলে দাবি করেন।
তারা দাবি করলেও পথচারীরা তা মানতে নারাজ। এই ব্যাপরে পথচারীদের সাথে কথা বললে তারা বলেন, সিটি কর্পোরেশন এর নবনিযুক্ত প্রশাসক যে নিয়ম দিয়েছিলেন সেই নিয়মে পথচারী এবং হকার দুই পক্ষের জন্যই তা সঠিক ছিলো। কিন্তু কয়েকদিন এই নিয়ম মানা হলেও পরবর্তিতে আর মানছেন না হকার রা। এই ব্যাপারে স্থায়ী সমাধান কাম্য করছে পথচারীরা।