স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এর বাটালী হিলে এই লাশটি পাওয়া যায়।
পত্যক্ষদর্শীরা জানান, লালখান বাজার ইস্পাহানির মোড় থেকে টাইগার পাস যাওয়ার পথে বাটালী হিলের নিচে লাশটি কে পড়ে থাকতে দেখলে তারা পুলিশ কে অবগত করে। খবর পাওয়ার পর পর খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) বিজয় বসাক।
বিজয় বসাক সাংবাদিকদের বলেন, আজ সকাল আনুমানিক ১২ টা করে খুলশী থানা পুলিশ এই ব্যাপারে জানতে পারে। ঘটনা অবগত হওয়ার সাথে সাথে তারা ঘটনা স্থলে ছুটে এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিক ভাবে আমরা কিছু বলতে পারতেছি না। আমরা অতি শিগ্রয় লাশের পোস্টমোর্টাম করে জানাতে পারবো যে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু
এই জায়গাটি রাস্তার পাশে হলেও জায়গাটি নির্জন এই জায়গাতে অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় এই জায়গা গুলোতে আপনারা মনে করেন না আরো বাড়তি নজরদারি দরকার?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এইসব জায়গাতে পুলিশ পেট্রোলিং আরো বাড়ানোর কাজ শুরু করে দিয়েছি অতি শিগ্রয়ই এই নির্জন জায়গা গুলোতে পুলিশের নজড়দাড়ি আরো জোড়দার করা হবে।