বাবলু বড়ুয়া- চট্টগ্রামের লালখানবাজারের বাঘগুনা এলাকায় মমতা ক্লিনিকের পাশে হিলসাইড আবাসিক এলাকায় কানুনগো মঞ্জিলে ইলেকট্রিক সার্কিট থেকে আগুন লেগে প্রায় দশটা মিটার জ্বলে যায়।সাহায্যের জন্য কল করলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না । তখন ৯৯৯ নাম্বারে ফোন করলে সাথে সাথে ফায়ার ব্রিগেড এবং থানার গাড়ি আসে। কিছুক্ষণ পর ওয়াপদার গাড়ি ঘটনাস্থলে আসে। ৯৯৯ এ খবর দেয়ার সাথে সাথে ওই এলাকার ইলেক্ট্রিসিটি বন্ধ হয়ে যায়।বর্তমানে আমাদের দেশ যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে তা ৯৯৯ এর সেবা দেখে উপলব্ধি করা যায়। ঘটনাস্থলে বোয়ালখালী আসনের সংসদ সদস্য জনাব মোসলেম উদ্দিন খান উপস্থিত ছিলেন, তিনি সবাইকে শান্ত করেন এবং ধৈর্য ধারণ করতে বলেন। তাদের মধ্যে যে ভীত-সঞ্চার হয়েছিল সেটি নিবারণ করার চেষ্টা করেন।সরকারি নাম্বার ৯৯৯ এ ফোন করে সুবিধা পাওয়ায় তিনি সরকারের এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।