দুজনই চলতি বিপিএল আসরে আজ প্রথম ম্যাচ খেলতে নামেন। দুজনই ঝড়ো ফিফটিতে রংপুরকে এনে দিলেন ২১১ রানের পাহাড়সম সংগ্রহ। শুরুতে রেজা হেনরিকস করেন ৪১ বলে ৫৮ আর জিমি নিশাম করেন ২৬ বলে ৫১ রান। এতেই প্রথম দল হিসেবে চলতি আসরে ২০০ রানের গন্ডি পার করলো রংপুর রাইডার্স।
চলতি বিপিএলে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনের প্রথম খেলায় টস জিতে আগে ব্যাটিং করছে রংপুর রাইডার্স। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর।
সমান ম্যাচে সমান জয় চট্টগ্রামেরও। তবে রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে তারা। এই ম্যাচে রংপুরের একাদশে ঢুকেছেন জিমি নিশাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির ও টম মুরস। এত এত পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় রংপুর। রনি তালুকদার ও রেজা হেনড্রিকস ৬.৫ ওভারেই স্কোরবোর্ডে জড়ো করেন ৬১ রান। ব্যক্তিগত ২৪ রান করে রনি বিদায় নিলেও অপরপ্রান্তে বেধড়ক পিটাতে থাকেন অভিষিক্ত রেজা।
দ্বিতীয় উইকেটে সাকিবকে নিয়ে গড়েন আরও ৬২ রানের জুটি। দলীয় ১২১ রানে সাকিব ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। এদিন সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এই রান করতে সাকিব খেলেন ৪২২টি ম্যাচ। মাইলফলক থেকে ৮ রান দূরে থেকে আজ মাঠে নামেন সাকিব। এদিন সাকিবের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। চোখের সমস্যায় পড়া সাকিব শেষ দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন। না হয় আরও আগেই এই কীর্তিতে নাম লেখাতে পারতেন।
৪২২ ম্যাচে সাকিবের মোট রান ৭ হাজার ১৯। গড় ২১.২৫। স্ট্রাইক রেট ১২৪.৩০। ফিফটি ২৯টি, কোনো সেঞ্চুরি নেই। এই রান করতে সাকিব বল খেলেছেন ৫ হাজার ৬৪১টি। চার মেরেছেন ৬৪৬টি আর ছয় ১৯৭টি।
সাকিবের বিদায়ের এক রান পর প্যাভিলিয়নের পথ ধরেন রেজা হেনড্রিকসও। কিন্তু শেষ দিকে অধিনায়ক সোহান ও নিশামের ঝড়ো গতির ৮৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। সোহান ২১ বলে ১ ছক্কা ও ২ চারে অপরাজিত ৩১ ও নিশাম ২৬ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫১ রানে অপরাজিত থাকেন।
এদিন রেজা-নিশাম-সোহানদের সামলাতে চট্টগ্রাম ৮ জনকে দিয়ে বল করায়। তারপরও রানের পাহাড় গড়া থেকে আটকাতে পারেনি কেউই। চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন শাকিল ২টি ও নাহিদুজ্জামান একটি উইকেট লাভ করেন।
রংপুর রাইডার্স একাদশ- কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, টম মুরস, শেখ মেহেদী, জিমি নিশাম, শামীম হোসেন পাটোয়ারী, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হাসান মাহমুদ ও আশিকুর জামান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ- শুভাগত হোম, জস ব্রাউন, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলী, থমাস চার্লস ব্রুছ, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কুর্টিস ক্যাম্পার ও বিলাল খান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম