নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় একটি লবণের ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটক দুজন হলেন ট্রাকচালক শহিদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২) ।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসা একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ট্রাকের বিশেষ কুঠুরিতে লুকানো ৩০ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আর এই আসামিরা দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে নগরের বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা ।