ডেস্ক রিপোর্ট (মোস্তাফিজুর রহমান): চট্টগ্রামের কর্ণফুলি এলাকায় জি.এম টেক্সটাইল মিলে আজ (রোববার) রাত সাড়ে ৭টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। গত কয়েক ঘন্টা ধরে চলা আগুন নিয়ন্ত্রনে আনতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।
কর্ণফুলি এলাকায় ১২ তলা বিশিষ্ট জি.এম টেক্সটাইল মিলের ৫ম তলায় আগুন লেগেছে এবং সেখান থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পরার সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত ৫ম তলার সব মালামাল পুড়ে যাচ্ছে । পাশের পুকুরের পানি পাম্পের মাধ্যমে ছড়িয়েও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বাত্বক চেস্টা করছে আগুন অন্যান্য তলায় না ছড়িয়ে পরে।
জানা গেছে, ৫ম তলায় সুপারভাইজারসহ ১১ জন গার্মেন্টস কর্মী ছিলেন যারা নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে কেউ ভিতরে আটকে নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি। তবে ৫ম তলার সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রনে না আসলে ফায়ার সার্ভিসের আরো ইউনিট সংযুক্ত হওয়ার কথা রয়েছে।