সাকিব আল হাসান, সিলেট: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট। সিলেটে বেড়ানোর জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। যারা একইসাথে ভ্রমণপিপাসু এবং প্রকৃতি প্রেমী তাদের জন্য সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে সিলেট। বিছানাকান্দি সিলেটের পছন্দনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম। আজকে আমরা আপনাদের জানাবো সিলেটের পাথর কোয়ারী খ্যাত বিছানাকান্দি সম্পর্কে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছানাকান্দি। বিছানাকান্দিকে সিলেটের পাথর কোয়ারী বলা হয়। বিছানাকান্দি ছাড়া জাফলংকেও পাথর কোয়ারী বলা হয়। কিন্তু আজকাল অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলনের কারণে জাফলং আর আগের মতো নেই। কিন্তু বিছানাকান্দি ঠিক আগের মতোই তার সৌন্দর্য ধরে রেখেছে।
বিছানাকান্দি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে অবস্থিত। মেঘালয়ের পাহাড় থেকে স্বচ্ছ পানি এসে ছোট বড় পাথরের উপর পড়ে সৃষ্টি করে এক মনোরম পরিবেশ। প্রকৃতি প্রেমিদের জন্য খুবই আকর্ষণীয় স্থান এই বিছানাকান্দি। পর্যটকদের কাছে বিছানাকান্দির পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি এবং পাহাড়ের উপর মেঘের আনাগোনাই হচ্ছে মূল আকর্ষন। পানি, পাহাড়, পাথর, বাতাস এবং আকাশ নিয়েই যেন প্রকৃতির সৌন্দর্যের মায়াজালে বাধা এই বিছানাকান্দি। মনোরম পরিবেশে মনে হবে যেন গা এলিয়ে দেই প্রকৃতির বুকে। ব্যস্ততম শহরের জঞ্জালময় জীবনে নেমে আসবে প্রশান্তি। এতোটাই প্রশান্তি যে আপনাকে বারবার টেনে আনবে অনাবিল সৌন্দর্যের এই বিছানাকান্দিতে।
বিছনাকান্দি যেতে হলে সর্বপ্রথম আপনাকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি স্টেশন আছে। সিএনজি রিজার্ভ করে হাদারপার নামক জায়গা পর্যন্ত গেলে ভাল হয়। পাঁচজন মিলে ১০০০টাকায় সাধারণত ভাড়া নেওয়া হয়। তবে মানুষ কম থাকলে ৮০-২০০ টাকা জনপ্রতিও যাওয়া যায়। হাদারপার বাজারটি খুব একটা বড় না আবার ছোটও না। মোটামুটি সবকিছুই পাবেন। খাবার, পানি, কাপড় সবই কিনতে পাওয়া যায়। আর হাদারপারের গনি মিয়ার ভূনা খিচুড়ি খেতে ভুলবেন না কিন্তু। হাদারপার বাজারেই বিছনাকান্দি-পান্থুমাই-লক্ষনছড়া যাওয়ার নৌকা পাওয়া যায়। সুন্দর বেশভুষা দেখে মাঝিরা ২০০০টাকা চেয়ে বসতে পারে। ভুলেও রাজি হবেন না। নৌকা ভাড়া আসা-যাওয়া সর্বোচ্চ ১১০০-১৫০০ টাকা হলে ভাল। দরাদরি করে এর চেয়ে কমে পেলে ভাল তবে অবশ্যই এর বেশি দামে যাবেন না। শুকনো মৌসুমে হেঁটে যাওয়া যায়। সেক্ষেত্রে সময় লাগবে ৩০-৪০ মিনিট। বর্ষাকালে নৌকায় যাওয়াই উত্তম। এক নৌকায় বিছনাকান্দি-পান্থুমাই-লক্ষনছড়া ঘুরে দেখাবে বলে নিবেন।