ঘরেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার। করোনা থেকে নিরাপদে থাকার প্রথম ধাপ হলো বারবার হাত ধোয়া।
হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো এই ভাইরাস, শ্বাসযন্ত্র ও মুখে প্রবেশ করা থেকে ঠেকাতে এটি অত্যন্ত কার্যকর উপায়।
সবসময় হাতের কাছে পানি থাকে না। তখন হাত পরিষ্কার করার ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়।
আতঙ্কের বশবর্তী হয়ে বাজার থেকে প্রচুর হ্যান্ড স্যানিটাইজার কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। ফলে বর্তমানে তা
দুর্লভ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ঘরেই তৈরি করে নিতে পারেন হ্যান্ড স্যানিটাইজার।
গত কয়েক দিনে করোনা-ভয়ের আবহে ওষুধের দোকানে এখন হ্যান্ড স্যানিটাইজার কেনার চাহিদা বেড়ে
গিয়েছে কয়েক গুণ। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জোগান কমছে সব দোকানেই। যাও বা মিলছে অনেক
সময়েই দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে তার দামও অনেকটা বেড়ে গিয়েছে। অনেক দোকানেই
স্টক শেষের কথা বলা হচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
বাড়িতে কীভাবে তৈরি করবেন?
২/৩ কাপ ইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে মেশান ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। সঙ্গে মিশিয়ে নিন ১ চামচ পছন্দসই কোনো এসেনশিয়াল অয়েল। ভালো করে ঝাঁকিয়ে নিন। ব্যস, হ্যান্ড স্যানিটাইজার তৈরি।
একটি স্প্রে বোতল ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর তাতে মিশ্রণ ঢেলে নিন। সপ্তাহখানেক এ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন আপনি। এ মিশ্রণে সামান্য হাইড্রোজেন প্যারক্সাইডও মেশানো যায়।
হ্যান্ড স্যানিটাইজার কেবল তখনই ব্যবহার করবেন যখন হাত ধোয়ার জন্য পানি থাকবে না। শেষ হওয়ার আগে নতুন করে তৈরি করে নিন উপকারী উপকরণটি আর থাকুন জীবাণুমুক্ত।