আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগর থেকে গ্রিসের তেলবাহী যে দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাতে অপরিশোধিত ১৮ লাখ ব্যারেল তেল রয়েছে। ইরানের গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে।
গতকাল শনিবার (২৮ মে) আইআরজিসি’র সঙ্গে ঘনিষ্ঠ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, আটক দুটি জাহাজের প্রত্যেকটি দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। গত শুক্রবার আইআরজিসি তেলবাহী জাহাজ দুটিকে পারস্য উপসাগরের ইরানি পানিসীমা থেকে আটক করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বসরা বন্দর থেকে গ্রিসের ডেল্টা পজিডন জাহাজটি অপরিশোধিত তেল বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা হয়। পরে ইরানি পানিসীমা লঙ্ঘন করলে আইআরজিসি জাহাজটিকে আটক করে ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়ে বন্দরে নিয়ে যায়। জানা যায়, গ্রিসভিত্তিক আন্তর্জাতিক জাহাজ পরিচালনা কোম্পানি ‘ডেল্টা শিপস’ এই ডেল্টা পজিডন জাহাজটি পরিচালনা করছিল।
অন্যদিকে, গ্রিসের আরো একটি ৫ বছর বয়সী তেলবাহী জাহাজ প্রুডেন্ট ওয়ারিয়র ইরানের ফারোর দ্বীপের কাছ থেকে আটক করে আইআরজিসি। সমুদ্র আইন ভঙ্গ করার কারণে এই জাহাজটি আটক করা হয়। এ জাহাজটি কাতারের রাস লাফফান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে রওনা দিয়েছিল।
উল্লেখ্য, এসব হওয়ার দুই দিন আগে গ্রিসের একটি দ্বীপে আটক ইরানের তেলবাহী জাহাজ জব্দ করতে আমেরিকাকে অনুমতি দেয় এথেন্স সরকার।