গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন কল রেট বৃদ্ধি করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর (এসএমপি)-এর বিধিনিষেধের আওতায় অপারেটরটির সর্বনিম্ন কলরেট ৫ পয়সা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকরের পর থেকে সর্বনিম্ন ৪৫ পয়সার কলরেটের পরিবর্তে ৫০ পয়সা কর্তন করা হবে। একই সঙ্গে গ্রামীণফোনের ইন্টার কানেকশন বা আন্তঃসংযোগ চার্জও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল বিটিআরসিতে এক সভায় এসএমপির কারণে গ্রামীণফোনের কলরেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কলরেট বাড়ানোর বিষয়টি গ্রামীণফোনকে চিঠির মাধ্যমে জানিয়ে দেবে বিটিআরসি।