নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) গ্যাস সিলিন্ডারের দাম বিশ্ব বাজারের চেয়ে বাংলাদেশে অনেক বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
তিনি বলেন গ্যাসের দাম কমাতে কোম্পানি গুলোকে শক্ত ভাবে ধরতে হবে। এলপিজি খাতে কিছু বেসরকারি কোম্পানির একচেটিয়া আধিপত্যের লাগাম টানতে অচিরেই নীতিমালা প্রনয়ণ ও রেগুলেটর নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন বসুন্ধরা সিটিতে দুই দিন ব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন বর্তমানে ফিলিং স্টেশন গুলো হতে গাড়িতে প্রতি লিটার গ্যাস ৪২ টাকা রাখা হয়, অন্য দিকে আবাসিকের জন্য নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রাখা হয় ১২০০-১৩০০ টাকায়।
আমরা খুব তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর জন্য দ্রুত ব্যাবস্হা নিচ্ছি।