গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের গুচ্ছ গ্রামের বরাদ্দকৃত চাল কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামের মসজিদ পাড়া করতোয়া-২, গুচ্ছ গ্রামের বরাদ্দকৃত চাল সম্পূর্ন কালো বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরো জমিনে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ইং অর্থ বছরে বরাদ্দকৃত চাল কালো বাজারে বিক্রিকরে সময়ের মধ্য কাজ না করে তাল বাহনা করছে বলে এলাকা বাসির অভিযোগ। তারা আরো জানান কোন শ্রমিক দ্বারা কাজ না করানোর ফলে এলাকায় বেকার যুবক শ্রমিক গন অসহায় জীবন যাপন করছে।
প্রকল্প সভাপতি রেজাউল করিম জানান, সাংবাদিকদের জন্য ৩০হাজার টাকা খরচ করেছেন নিউজ না করার জন্য। তিনি আরো জানান, প্রকল্প অফিসে ২০% দিয়ে কাজ করতে হচ্ছে। ড্রেজার মেশিন দ্বারা নদী থেকে বালু উত্তোলন করার কথা তিনি স্বীকার করে বলেন কিছু হবে না। তিনি সকলকেই ম্যানেজ করেই কাজ চলাচ্ছেন। উক্ত গুচ্ছ গ্রামের পাশেই আরও ৩/৪টি গুচ্ছ গ্রাম আশ্রয়ন প্রকল্প রয়েছে, যেখানেঅনেক ঘর ফাকা রয়েছে ও কর্মসংস্থান নেই।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সভাপতি উক্ত চাল বিক্রি করার কথা জিজ্ঞাসা করা হলে তারা
জানান, প্রকল্পের চাল বিক্রি করে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যাংক হিসেবে রেখেছেন।
ফুলহার গ্রামের মসজিদ পাড়া করতোয়া-২ গুচ্ছ গ্রামের চাল কোন শ্রমিককে না দিয়েই ভুয়া মাস্টার রোল সৃজন করে বিতরণ দেখানো হয়েছে।