গোপালগঞ্জের তিনটি উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ৩টি ইউনিয়নের চেয়ারম্যান।
বজ্রপাতে মৃতরা হলেন- অমৃত, ধান কাটা শ্রমিক সুকান্ত (৫২) ও কৃষক আলমগীর শেখ (৫৫)।
জানা যায়, নিজেদের জমির ধান কেটে তা মাথায় করে বাড়ি ফিরছিলেন অমৃত। এ সময় বজ্রপাতে আহত হন অমৃত। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রাতে মারা যান তিনি। আর কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথরগ্রামের মিহির ঠিকাদারের বাড়িতে খুলনার বৈঠিয়াঘাটা এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিক সুকান্ত বজ্রপাতে নিহত হন। এছাড়াও চর গোপালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের কাশেম আলীর ছেলে কৃষক আলমগীর শেখ।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:০৯ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি