মৌলভীবাজারের রাজনগরে শারমিন বেগম (২২) নামে গৃহবধূর হত্যার ঘটনায় ৬ ঘণ্টার মধ্যেই আসামীকে আটক করেছে পুলিশ। রাজনগর উজেলার কামারচাক ইউনিয়নের কালাই কোনায় এ ঘটনা ঘটে।
রোববার (১৩ আগস্ট) আসামি শারমিন বেগমের স্বামী মো. শাকিলকে (২৪) উপজেলার সাইদনগর এলাকা থেকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার কামারচাক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কালাই কোনা গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগম। ঘাতক স্বামী শাকিলের একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। ৩-৪ বছর আগে শারমিন-শাকিলের বিয়ে হয়। শাকিল শারমিনকে তাঁর বাবার বাড়িতে বেড়াতে পাঠিয়েছিলেন। কিন্তু রোববার সকালে শ্বশুর বাড়িতে এসে শাকিল গলায় উড়না পেছিয়ে শারমিনকে হত্যা করে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান পিপিএম (বার) জেলা পুলিশ সভাকক্ষে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবিষয়ে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আসামিকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘাতক শাকিলকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
ডিবিএন/এসই/ এমআরবি