ঢাকার গুলশান-২ এলাকার একটি চায়ের দোকান থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুইজন ওই চায়ের দোকানে কাজ করতো।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ওসি মো. তৌহিদ আহমেদ।
তিনি বলেন, নিহত দুইজনের মধ্যে একজন ৭০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ২০ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতর থেকে দুজনের লাশের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
গুলশান থানার ওসি তৌহিদ আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে। তিনজন ওই দোকানে থাকতেন। বাকি একজন পলাতক রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম