বলিউড শাহেন শাহখ্যাত অমিতাভ বচ্চনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, শুক্রবার অমিতাভ কোনো অনুষ্ঠানে ছিলেন, এমন সময় তিনি বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এর পর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অমিতাভের হার্টে ব্লক রয়েছে। শুক্রবারই (১৫ মার্চ) তার অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছে। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি করার ঘণ্টা খানেক আগে এই মহা তারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ‘আমি চিরকৃতজ্ঞ।’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে।
চলতি বছরের শুরতেই অমিতাভের কব্জিতে অস্ত্রোপচার হয়েছিল। নিজের ব্লগে সে কথা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, ‘‘শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হল। অক্ষয়কে (অভিনেতা অক্ষয় কুমার) আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও বুঝিয়ে বললাম।’’ এর পরেও অভিনেতা কিন্তু শুটিংয়ে ফিরেছিলেন।
৮১ বছর বয়সী অমিতাভ বচ্চন এই বয়সেও নিয়মিত শরীরচর্চা করেন। গত বছর ভালো কাটলেও ২০২২ সালে অমিতাভকে হাসপাতালে যেতে হয়েছিল। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ এর শ্যুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায়। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হন বর্ষীয়ান এই অভিনেতা। এতে তার পাঁজরের তরুণাস্থি এবং ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়, এরপর চিকিৎসকদের পরামর্শে কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম