বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ও হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন গুম, খুন, জুলুম, অত্যাচার, নির্যাতন করে বিএনপি নেতাদের দমানো যাবেনা। ভোট ডাকাতি করে ক্ষতায় বেশিদিন ক্ষমতায় টিকে থাকার কোন দৃষ্টান্ত পৃথিবীতে নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শুক্রবার জুম্মার নামাজ শেষে যুবদল নেতা শহিদুর রহমান শহীদের পিতা ইউনুছ আলী সানার কবর জিয়ারত কালে সকলের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
গত ১৯ ডিসেম্বর তিনি মারা যান। এসময় যুবদলের লস্কর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদ খুলনার সোনা ডাংগা থানার ৪(১২) ২৩ রাজনৈতিক মামলায় ১০ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে জেলখানায় বন্ধী থাকে। বাবার জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে ২০ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন।
জানাজায় অংশ নিতে পারলেও হাতকড়া অবস্থায় নেয়া হয়ে ছিল যুবদল নেতাকে। খুলনা থেকে সড়ক পথে তিনি পাইকগাছায় আসেন। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে নেতা/ কর্মীদের নিয়ে উপজেলার লস্কর গ্রামে অবস্থিত যুবদল নেতা শহিদের পিতার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি এম এ মান্নান ও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৪ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি