আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া কর্তৃক এক জাপানি কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার ভ্লাডিভস্টক শহর থেকে ওই জাপানি কূটনীতিককে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। জাপানের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন।
মোতোকি তাতসুনোরিকে রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় দেশটির গুপ্তচর-বিরোধী সংস্থা তাকে আটক করে। এদিকে এ কূটনীতিক সংরক্ষিত তথ্য কেনার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন। তাকে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
🇷🇺🇯🇵 FSB: spy action of the Japanese consul in Vladivostok Motoka Tatsunori was stopped.
The consul was caught red-handed while receiving limited information for money about the current aspects of Russia's cooperation with one of the countries of the Asia-Pacific region, pic.twitter.com/xjUUsWU9gI
— marina alikantes (@Marianna9110) September 26, 2022
এফএসবি তাদের দেওয়া এক বিবৃতিতে বলেছে, জাপানের এ কূটনৈতিক সন্দেহজনক সংরক্ষিত তথ্য অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা চালানোর সময় ধরা পড়েন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দেশকে রাশিয়া কিভাবে সহযোগিতা করছে এবং প্রিমোরি এলাকার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্ত কেনার চেষ্টা করেন ওই জাপানি কূটনীতিক। তাই জাপানের এ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
এফএসবি’র বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি এমনসব তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক পরিচয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাশাপাশি যে সমস্ত তথ্য নেয়ার চেষ্টা করেছেন তাতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থ জড়িত।
প্রসঙ্গত, জাপানি কূটনীতিক মোতোকি তাতসুনোরি তাঁর তৎপরতা রাশিয়ার আইনকে লঙ্ঘন করেছে বলে স্বীকার করেছেন। এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের মিনিস্টার-কাউন্সিলরকে তলব করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আটক তাতসুনোরিকে রাশিয়া থেকে ৪৮ ঘন্টা মধ্যে চলে যেতে হবে।