‘গুগল ফটোস’ হচ্ছে বর্তমান সময়ে অনলাইনে ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ উপায়। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো ছবি-ভিডিও নিরাপদে রাখা যায়। এবার স্টোরেজ সেবাটির ডিজাইন ও সেবায় পরিবর্তন এনেছে গুগল।
পূর্বের ডিজাইনে গুগল ফটোসে চারটি ট্যাব থাকতো, কিন্তু তার মধ্যে ‘ফর ইউ’ ট্যাব বাদ পড়েছে। ফটোস, সার্চ ও লাইব্রেরি আগের মতোই থাকছে। তবে প্রতিটি ট্যাবের সেবায় পরিবর্তন এসেছে।
ফটোস ট্যাবে এখন থেকে ভিডিও চলবে অটো প্লে মোডে। এছাড়া ছবির আকার আরেকটু বাড়ানো হয়েছে। ট্যাবের একদম উপরের দিকে প্রিয়জনের সঙ্গে তোলা, সাম্প্রতিক সময়ের ও এক বছর আগের ছবির জন্য থাকবে আলাদা আলাদা বিভাগ।
ইন্টারেক্টিভ ম্যাপ থাকছে সার্চ ট্যাবে। গুগল ফটোস অ্যাপ চালুর পর থেকেই এই ফিচারের জন্য অনুরোধ পেয়ে আসছিলো গুগল। নির্দিষ্টভাবে কোনো স্থানে ছবি তোলা হলে তা ম্যাপের মাধ্যমেই দেখা যাবে। এছাড়া লাইব্রেরি ট্যাবে দেখা যাবে অ্যালবাম। থাকছে ট্র্যাশ, আর্কাইভ ও ফেভারিটস বিভাগ। ট্যাবের উপরের দিকে থাকবে প্রিন্ট স্টোর অপশন।
গুগল ফটোসের নতুন সংস্করণটি এখনও বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়নি। আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বাসিন্দারাই পাচ্ছেন।