এবার টেক দুনিয়ায় নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেলল গুগল। কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করেছে এই টেক জায়ান্ট। জানা গেছে, গুগল তৈরি করেছে একটি নেক্সট-জেনারেশন কম্পিউটার চিপ, যার নাম উইলো (Google Chip Willow)। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে এই চিপটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞানীরা দাবি করছেন, উইলো এমন একটি চিপ, যা অত্যন্ত জটিল অঙ্ক মাত্র কয়েক মিনিটে সমাধান করতে পারে।
গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের নেতৃত্বে রয়েছে হার্টমুট নেভেন। সেই টিমই তৈরি করেছে উইলো। বিবিসি-কে তিনি জানিয়েছেন, বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই চিপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু এর চেয়ে বেশি কিছু তিনি বলেননি।
এছাড়া এ বিষয়টি জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তিনি লিখেছেন, ‘উইলো- আমাদের নতুন স্টেট-অফ-দি-আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ’। তিনি জানিয়েছেন, একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যেকোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত, সেটা ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও বেশি।
এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগলের এই সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। এই চিপ ব্যবহার করে আরো শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানিরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় অনেক আলাদা। কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ধরে কাজ করে এটি। খুব সহজ ভাষায় বললে অতি ক্ষুদ্র কণার আচরণের ওপর ভিত্তি করে কাজ করে এই ধরনের কম্পিউটার। অতি দ্রুত কোনো হিসেব বা সমস্যার সমাধানের কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি।
আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি