শিরোনামটি শুনে অনেকেই প্রশ্ন করতে গুগল কি এবার চামচও বানানো শুরু করেছে? অবাক শোনালেও উত্তরটি কিন্তু ‘হ্যাঁ’। গুগলকে আমরা সার্চ ইঞ্জিন কিংবা ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে জানলেও তার যে আরও কতরূপ আছে তা অনেকেরই জানা নেই। গুগল সবকিছুর বাইরে কিছু সেবামূলক প্রযুক্তি নিয়েও কাজ করে। আর তারই ধারাবাহিকতায় এবার বাজারে ছেড়েছে এক বিশেষ ধরনের স্বয়ংক্রিয় চামচ। তবে এই চামচটি ব্যবহৃত হবে শুধুমাত্র পারকিনসন্স-এ আক্রান্ত রোগীদের জন্য।
তাই পারকিনসন্স রোগীদের জন্য গুগল বাজারে ছেড়েছে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় চামচ। বিশেষ এই চামচ দিয়ে খেলে তারা সহজেই ঠিকমতো খাবার খেতে পারবেন অর্থাৎ খাওয়ার সময় হাত পা কাঁপলেও চামচ কাঁপবে না। যে কারণে পারকিনসন্স রোগীরা যখন এই চামচ দিয়ে খাবেন তখন হাত কাঁপলেও চামচ না কাঁপার কারণে খাবার পড়ে যাবে না।
এই চামচটির দুইটি অংশ। প্রথম অংশ হলো একটু মোটাকৃতির হাতল, যেখানে রয়েছে এর সেন্সর, ব্যাটারী ও অন্যান্য সার্কিটগুলো, এবং পরের অংশ হলো চামচের খাবার রাখার অংশ। এটি মূলত স্টেডি ডিভাইসের মতো কাজ করে। কম্পন সনাক্ত করে প্রায় ৭০ শতাংশ কম্পন বাতিল করে দেয় এই প্রযুক্তি।
সাধারণত ভিডিও ক্যামেরা কিংবা মোবাইল ফোনেও স্টেডি ভিডিও ধারণের জন্যও এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।
বাজারে এটি ‘লিফটওয়্যার স্পুন’ বা ‘স্মার্ট স্পুন’ নামে কিনতে পাওয়া যাবে। liftware.com থেকেও সরাসরি অনলাইনে এটি কেনা যাবে।