ডিবিএন ডেস্কঃ গুগলের বিরুদ্ধে তার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে নিষিদ্ধ তথ্য অপসারণ করতে ব্যর্থতার অভিযোগ করেছে রাশিয়া। এ অভিযোগে রাশিয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি প্রশাসনিক মামলাও করা হয়েছে। এতে কোম্পানিটির বিরুদ্ধে ‘নির্লজ্জভাবে মিথ্যা প্রচারের’ অভিযোগ আনা হয়েছে।
অপরাধের পুনরাবৃত্তির জন্য গুগলের ৮ মিলিয়ন রুবল বা ৯১ হাজার ৫৩৩ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর। রাশিয়ার বিরুদ্ধে ‘তথ্যযুদ্ধে’ ইউটিউব একটি প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বলেও দাবি করেছেন রোসকোমনাডজোর।
মস্কোর এমন অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রয়টার্সের তরফে গুগলকে একটি মেইল পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি। খবর রয়টার্স।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি