ইঞ্জিনচালিত গাড়ির উদ্ভাবনে বদলে যায় দুনিয়া। এখন সর্বত্রই ইঞ্জিনচালিত গাড়ির দাপট। কিন্তু ইঞ্জিনচালিত গাড়ি আবার হাঁটতেও পারে! এমন একটি গাড়ি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানি।
হুন্দাইয়ের তৈরি করা নতুন এই গাড়ি সমতল রাস্তায় সাধারণ গাড়ির মতোই চলে। কিন্তু প্রয়োজন পড়লে সেটি আবার হাঁটতেও পারে। অসমতল জায়গায় গাড়িটি হেঁটে তার গন্তব্যে পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শো-তে হেঁটে চলা এই গাড়ি প্রদর্শন করেছে হুন্দাই। রোবোটিক চাকায় ভর করে গাড়িটি পাথুরে উঁচু নিচু জায়গাও হেঁটে পার হতে পারে।
এ বিষয়ে হুন্দাই বলছে, ভূমিকম্প, হারিকেন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ চালাতে বিশেষভাবে সহায়ক হতে পারে এই গাড়ি। তবে এই গাড়িটি এখনো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি।
সূত্র : সময় নিউজ