আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের মেয়ে মস্কোর কাছে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। নিজের গাড়িতেই হামলার শিকার হন দারইয়া দুগিনা। বাড়ি যাওয়ার পথে গাড়িতে আগুন ধরে বিস্ফোরণে মারা যায় দুগিনকন্যা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গতকাল শনিবার (২০ আগস্ট) মস্কোর অদূরে জাতীয় সড়কের ওপর দাঁড় করানো ছিল দারইয়ার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি। রাতে একটি অনুষ্ঠান দেখে ফেরার সময় দারইয়া ওই গাড়িতে ওঠামাত্র তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর গাড়িটি দাউদাউ করে জ্বলছে। এমনকি গাড়িটির কাছে দাঁড়ানো একটি ট্রাকেও আগুন ধরে যায়। এই হামলার পেছনে ইউক্রেনীয়দের হাত রয়েছে বলে দাবি করেছেন পুতিন-ঘনিষ্ঠরা।
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মস্কোর ওডিনসোভো জেলার একটি মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ক্রেমলিনের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
পুতিন-ঘনিষ্ঠদের দাবি, হামলার লক্ষ্য দারিয়া ছিলেন না, ছিলেন তার বাবা। ইউক্রেনের ওপর ঘটনার পুরো দায় চাপিয়েছেন তারা। এরইমধ্যে ঘটনার তদন্তে নেমেছে রাশিয়ার পুলিশ। জানা যায়, শনিবার রাতে ওই অনুষ্ঠানের শেষে মেয়ের গাড়িতে ওঠার কথা ছিল আলেকজান্ডারের। তবে শেষ মুহূর্তে তিনি অন্য গাড়িতে চড়ে চলে গিয়েছিলেন।
উল্লেখ্য, দারইয়া দুগিনের বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার দুগিন। যিনি কিনা ‘পুতিনের মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। মেয়ে দারইয়া দুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক ও ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি। এ বছরের শুরুর দিকে দারইয়া দুগিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।