মোঃশফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ
ভারত থেকে আনা দেড় হাজার কেজির বেশি অবৈধ মাংস জব্দ করার পর ধ্বংস করেছে গাজীপুরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকায় ভাই ভাই মাংস বিতান থেকে এই মাংস জব্দ করা হয়।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সেলিম উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে গিয়ে এক হাজার ৮০০ কেজি গরু ও মহিষের মাংস পাওয়া গেছে। ভারত থেকে অবৈধভাবে প্যাকেটজাত এই মাংস আনা হয়। দোকানমালিক নবকুমার দত্ত বৈধতা প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরে ভ্রাম্যমাণ আদালতে এ ঘটনার বিচার হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকি জানান, নিরাপদ খাদ্য আইনে দোকানমালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দেওয়ায় তাকে ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব মাংস জব্ধ করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশে মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এছাড়া এ দিন সকালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মাছের খাবার তৈরি ও মেয়াদ-উত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে ওই এলাকার লায়ন ফিডের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়ে