গত ৫৭ দিন ধরে চলা ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গাজায় এ পর্যন্ত ১৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক এবং অধিকাংশই নারী-শিশু।
স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
জাতিসংঘ এক পরিসংখ্যানে জানিয়েছে, গত ৮ সপ্তাহের যুদ্ধে গাজার ১৭ লাখ বাসিন্দার দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে। তীব্র খাবার ও পানির সংকট চলছে। অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
এদিকে উভয় পক্ষে ছয় দিনের যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে একে অন্যকে দায়ী করছে। যদিও ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন, চুক্তি হলেও যুদ্ধ চলবে।
শনিবার তেল আবিবে তিনি বলেছেন, হামাসকে নির্মূলসহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি