গাজায় ফিলিস্তিনিদের জন্য আরো ৬২ টন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক পোস্টে জানিয়েছে-গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার আগে শনিবার কাতারের সশস্ত্র বাহিনীর দুটি বিমান মিশরের এল আরিশে পৌঁছায়। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং কাতার চ্যারিটি খাদ্য ও আশ্রয় সরঞ্জাম এই সহায়তা প্রদান করেছে।
এর আগে, কাতারের সর্বশেষ ত্রাণবাহী বিমানটি মোট ১ হাজার ১৯২ টন ত্রাণ সহায়তা নিয়ে গাজায় পৌঁছায়। ফলে সর্বশেষ কাতারের মোট মানবিক ফ্লাইটের সংখ্যা ৩৫টিতে পৌঁছেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এর প্রতিশোধ নিতে সেদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের এ হামলায় এখন পর্যন্ত মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের ঘরবাড়িসহ গাজার কোনো অবকাঠামোই বাদ যায়নি। ইসরায়েলের নির্বিচার হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির মধ্যে সাড়ে ৬ হাজারের বেশিই শিশু। এছাড়া আহত হয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৭ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি