বিনোদন ডেস্কঃ গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত স্টেজে দেড় ঘণ্টাব্যাপী লাইভ কনসার্টে গাইবান্ধা মাতালেন নগরবাউল জেমস। গতকাল রবিবার রাত ১০ টার দিকে স্টেজে উঠেন জেমস। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি টানা গান পরিবেশন করেন।
এর আগে, সন্ধ্যা থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। এর পরে গেয়ে চলেন ‘লেইস্ ফিতা লেইস্’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ‘সুলতানা বিবিয়ানা’, ‘আই লাভ ইউ’ প্রভৃতি। এই সময় ‘গুরুর’ সঙ্গে গেয়ে ও নিজের মতো নেচে তরুণ-তরুণীরা আনন্দ প্রকাশ করেছেন। জেমসের গানে মাতোয়ারা স্টেডিয়াম ভরা অন্তত কয়েক হাজার দর্শক। জেমস এরপর গাইলেন ‘দুই দিনের এক জেল’, ‘আমি তারায় তারায় রটিয়ে দেব’ ও ‘দুষ্ট ছেলের দল’ একের পর এক জনপ্রিয় সব গান শুনে দর্শকের আনন্দ-উচ্ছ্বাস বেড়েই চলে।
এর পরে জেমস গাইলেন ‘মা’। বিশ্ব মা দিবসে গানটি শুনে আবেগে আপ্লুত হতে দেখা যায় কয়েকজনকে। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁই ছুঁই জেমস ধরলেন ‘পাগলা হাওয়ার তরে, মাটির পিদিম’। দর্শক সারিতে তখন জেমস উন্মাদনা। জেমস দর্শকের অনুরোধকে গুরুত্ব দিয়ে একের পর এক গেয়ে চলেন। শেষে গাইলেন ‘না জানি কহি ক্যাসি হে এ জিন্দেগানি’ হিন্দিগান। সব মিলিয়ে ১২টি গান গেয়ে গাইবান্ধা মাতিয়ে গেলেন জেমস।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার জন্য শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্য নিয়েই গতকাল রবিবার রাতে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)’। পুসাগ সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, পুসাগ পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর এই আয়োজন।
তিনি আরো জানান, গ্যালারির প্রতিটি টিকিট ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং মাঠে চেয়ার টিকিটের মূল্য ৫০০ টাকা করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে এসব অর্থ ব্যয় করা হবে বলেই তিনি জানান।