মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি’র গোপন তথ্য মোতাবেক মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের অফিস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে।
চা-বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা-বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে।
জেলা ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলাম আজ বুধবার (২ রা আগস্ট) সকালে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু এবং পলাতক অন্য এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি