প্রচণ্ড গরম থেকে বাঁচতে ঠান্ডা হাওয়ার সান্নিধ্য চান অনেকে! অনেকে আবার ঘুরতে চান শরীরে এসি লাগিয়ে! বিষয়টি শুনে এতদিন কল্পনা মনে হলেও তাঁদের স্বপ্নকে সত্যি করল বিশ্বখ্যাত সনি কোম্পানি। এবার পকেটেই ভরা যাবে এয়ার কন্ডিশনার।
প্রচণ্ড গরম থেকে বাঁচতে এই চোট্ট এসি বাজারে নিয়ে এল সনি। এই প্রোডাক্টের নাম রিওন পকেট। টোকিও অলিম্পিকের সঙ্গে তাল মিলিয়ে বাজারজাত হল এটি। এই পকেট এসি জামায় লাগিয়ে যত্রতত্র ঘুরে বেড়ানো যায়। এই রিওন পকেট চলে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে। সেটি থার্মোইলেকট্রিক কুলিং ব্যবহার করে।
সনি জানিয়েছে, এটি শীতকালে আবার হিটার হিসেবেও ব্যবহার করা যাবে। রিওন পকেট শরীররে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে, বাড়াতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস। বড়জোর একটি মানিব্যাগের সাইজের এই যন্ত্র একটি ব্লুতুথ ডিভাইস। জামার ঘাড়ের পিছনে একটি পকেটে তা রেখে দিয়ে স্মার্টফোনের মাধ্যমে তাপমাত্রা কমানো-বাড়ানো যাবে। এটি চলবে ২ থেকে ৪ ঘণ্টা, চার্জ হতে সময় নেবে ২ ঘণ্টা। ওজন ৮৫ গ্রাম। দাম প্রায় ১৩০ ডলার, বাংলাদেশী ১১ হাজার টাকার একটু বেশী।