মোঃ জহির, লক্ষ্মীপুরঃ গভীর রাতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনার ভয়কে উপেক্ষা করে জয় করলেন মানবতাকে।
বৃহস্পতিবার রাত ১.২৫ মিনিটের দিকে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুল গাফ্ফার রায়পুর একটি বেসরকারি হাসপাতাল থেকে জরুরী ফোন পেয়ে জানতে পারেন হাসপাতালে একজন প্রসূতি মা প্রসব বেদনা কাতরাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই তাকে চেকআপ করার জন্য।
গভীর রাত ও করোনা আতঙ্কের জন্য কয়জন ডাক্তারকে ফোন দিয়ে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দিশেহারা হয় এবং এতো রাতে রোগীকে কোথাও রেফার করার মত অবস্থা না থাকায় গভীর দুশ্চিন্তার মধ্যে পড়ে।
এমতাবস্থায় উক্ত হাসপাতালের পক্ষে “বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন” লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তুহিন চৌধুরি লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জনকে ফোন করে সহযোগিতা চাইলে মাত্র ২৫ মিনিটের মধ্যে লক্ষ্মীপুর থেকে রায়পুর উপজেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইকবাল মাহমুদকে নিয়ে উপস্থিত হন সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুল গাফ্ফার।
সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুল গাফ্ফার রায়পুরে উক্ত বেসরকারি হাসপাতালে উপস্থিত হয়ে প্রসূতি মায়ের শারীরিক চেকআপ করে নিশ্চিত হন যে নরমাল ডেলিভারির কোন সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে সিজার বা অপারেশন না করলে মা এবং বাচ্চা দুজনের জীবনই হুমকির সম্মুখীন হবে।
এরপর তিনি সিজারের প্রস্তুতি নেন এবং সফলভাবে উক্ত প্রসূতি মায়ের অপারেশন সম্পন্ন করেন। উক্ত প্রসূতি মা একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা এবং নবজাতক বর্তমানে সুস্থ আছেন।
মুহুর্তের মধ্যে উক্ত ঘটনার ছবি ও বিবরণ সহ লক্ষ্মীপুরে বিভিন্নজন নিজদের ফেসবুক ওয়ালে পোস্ট করে সিভিল সার্জনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রসূতি মায়ের স্বজনরা সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুল গাফ্ফার এর প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোগীর অভিভাবকেরা বলেন প্রতিটি ডাক্তারেরই রোগীদের প্রতি এমন মহানুভব হওয়া উচিত।