বিগত ২৫ তারিখ করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধ করতে সারাদেশে একযোগে লকডাউন ঘোষনা করা হয়। সেই সাথে বন্ধ ঘোষনা করা হয় গন পরিবহন, স্কুল কলেজ, শিল্প কারখানা সহ বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্টান। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে বেশ কিছু ক্ষতি পোহাতে হয় গন পরিবহন মালিক-শ্রমিকদের। এই ক্ষতি পোষাতে বিগত ৬ জুন স্বাস্থ্যবিধি মেনে ৬০% অধিক ভাড়া এবং দুই আসনে এক যাত্রীর শর্ত দিয়ে খুলে দেওয়া হয় গন পরিবহন। কিন্তু সময়ের সাথে সাথে তা আর মানছেন না গন পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে সেনিটাইজার এবং মাস্ক বাধ্যকতা করলেও, মাস্ক এবং কিছুই দেখা যাচ্ছে না শ্রমিকদের হাতে। এবং নিচ্ছে সরকারি বর্ধিত বাড়ার চেয়ে অধিক বাড়া। যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া নিলেও মানছে না স্বাস্থ্যবিধি এবং নিচ্ছেন অধিক যাত্রীও কোন কোন সময় দাড়িয়েও যাত্রী নিচ্ছে বাসে। এই সময়ে এই ভাবে যাতায়াত করা জীবনের জন্য একটা বড় হুমকি বলে মনে করছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানতে এবং বাড়া নিয়ন্ত্রন করতে ট্রাফিক পুলিশ কে আরো শক্ত অবস্থান থাকার আহ্বান জানাচ্ছেন যাত্রীরা।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি