চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ ওসিভাসুতে ৩৬৫ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ১০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৪৩৮৬ জন।
বুধবার ( ১০ জুন) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৬০ জন ও উপজেলা পর্যায়ে ৪৮ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ৫৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৮ জন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৬৫টি। এর মধ্যে ১৩৪ টি বিআইটিআইডিতে, ১৫০ টি সিভাসুতে, এবং ৭২ টি চমেকে করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে পটিয়ার ২২ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৫ জন ও সীতাকুণ্ডের ১৫ জনের করোনা মিলেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০২ জন। সুস্থ হয়েছেন ২৯৪ জন