আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের হাতে এ চিঠি হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল।
চিঠি হস্তান্তর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ তদন্তের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। এছাড়া আগামীতে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে যাতে গুম, খুন, গণহত্যা করতে না পারে এ জন্য জাতিসংঘের কাছে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে গণহত্যার জন্য শেখ হাসিনার সরকারকে যে বিচারের সম্মুখীন হতে হবে এ নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি