ডিবিএন ডেস্কঃ আজ শনিবার (২৫ জুন) গণমানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এক জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হওয়া বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে অনুষ্ঠানে যোগদান করেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়েছেন দেশি বিদেশি প্রায় কয়েক হাজার আমন্ত্রিত অতিথি।
উদ্বোধন উপলক্ষে আজ শনিবার উৎসবে মাতবে গোটা দেশে। এ উপলক্ষে দুপুর ১২টায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় ভাষণ দেবেন।
আজ প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করবেন। এরপর প্রধানমন্ত্রী টোল প্লাজায় যাবেন। সেখানে তিনি টোল প্রদান করবেন।
এদিকে সরজমিনে দেখা গেছে, শনিবার ভোর থেকে দলে দলে জড়ো হচ্ছে মানুষ। পদ্মা সেতুর আশপাশের অঞ্চলসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী আনন্দে মাতোয়ারা। সেসব অঞ্চলসহ আশপাশের এলাকার সব বয়সী মানুষ জড়ো হচ্ছেন। অনেকে এসেছেন সপরিবারে। প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। নানা রঙের টি–শার্ট তাঁদের গায়ে। ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তাঁরা। নাচতে নাচতে আসছেন, মিছিল করতে করতে আসছেন তাঁরা। অনেকের হাতে দেখা গেছে ব্যানার, ফেস্টুন।
উল্লেখ্য, গণমানুষের বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যায় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। পদ্মা সেতু অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। যার কারনে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারা দেশে একটি উৎসবের আমেজ বিরাজ করছে।