আসন্ন ২৯ মে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর পর পরই আনুষ্ঠানিক প্রচারকাজ শুরু করেছেন প্রার্থীরা।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম এ প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পেলেন যারা, চেয়ারম্যান পদে গঙ্গাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম (মোটরসাইকেল), বেতগাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (আনারস),আলমবিদিতর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন (ঘোড়া), জাপা নেতা মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), ঠিকাদার কামেল শেরাফি মাহবুব (চিংড়ি মাছ), ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান (হেলিকপ্টার)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম (হাঁস), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার (ফুটবল), নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা খাতুন (পদ্ম ফুল), পারভিন বেগম (সেলাই মেসিন), নাছিমা আক্তার নাছি (কলস)।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে – বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া (উড়োজাহাজ), উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গঙ্গাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (তালা), বাবু চৌধুরী (টিউবওয়েল), নিখিল চন্দ্র (মাইক), বেলাল হোসেন (বৈদ্যুতিক পাখা), কৃষ্ণচন্দ্র মহন্ত (চশমা), আনোয়ারুল ইসলাম (বই)।
তফসিল অনুযায়ী, আগামী (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা ভোট গ্রহন করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)