গঙ্গাচড়ার তরুণ উদ্যোক্তা স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিয়ন নিজ উপজেলা গঙ্গাচড়াকে বেকার মুক্ত করতে চান। তাই “স্টেডফাস্টের লক্ষ্য গঙ্গাচড়া হবে বেকার মুক্ত” এ শ্লোগান ধারন করে শনিবার (৭ অক্টোবর) উপজেলা মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী চাকুরী মেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
মেলার উদ্বোধন করেন স্টেডফাস্টের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জোনায়েদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন।
স্টেডফাস্টের সিও কেএম রিদওয়ানুল বারী জিয়ন এর সভাপতিত্বে মেলায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক স্বপন চৌধুরী, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেডের ইঞ্জিনিয়ার সামসুজ্জোহা। গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু ও কাস্টমার কেয়ারের প্রতিনিধি ও বেতারের উপস্থাপক স্বাধীন মিয়ার উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা আমান উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে গঙ্গাচড়া উপজেলা ও রংপুরসহ উত্তরাঞ্চলের প্রায় ৩ হাজার বেকার যুবকের বিভিন্ন পদে আবেদনের প্রেক্ষিতে এ চাকুরী মেলায় তাদের উপস্থিতিতে ভাইভার মাধ্যমে দেড় হাজার বেকার যুবক স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেডে চাকুরী দেওয়া হয়।
স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড এর সিও কেএম রিদওয়ানুল বারী জিয়ন জানান, আমি ২০১৬ সালে ১ সেপ্টেম্বর আমার সহধর্মিণী ও স্টেডফাস্টের চেয়ারম্যান জোয়াইরিয়া মোস্তারীকে সাথে নিয়ে ৫ জনবল নিয়োগ দিয়ে স্টেডফাস্ট কুড়িয়ার লিমিটেড শুরু করি। সবার সহযোগীতায় আল্লাহর রহমতে এখন ৯ হাজারেরমত বেকার যুবকের কর্ম হয়েছে এ প্রতিষ্ঠানে। বেড়েছে দেশব্যাপী অফিস সংখ্যা ও পার্সেল পৌঁছে দেওয়ার গাড়ী।
তিনি আরো বলেন আমার জন্মভূমি গঙ্গাচড়া উপজেলাকে বেকার মুক্ত করতে চাই। তাই ৯ হাজার জনবলের মধ্যে প্রায় ৭ হাজার গঙ্গাচড়ার, বাকী দেশের বিভিন্ন জেলার। আজ ৭ অক্টোবর চাকুরী মেলার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে দেড় হাজার নিয়োগ পেল। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলার প্রায় ১ হাজার বাকী রংপুর জেলাসহ উত্তরাঞ্চলের। এছাড়া আজকে যাদের ভাইভা নেওয়া সম্ভব হবে না তাদের গঙ্গাচড়া ও রংপুর অফিসে নেওয়া হবে। তাছাড়া বেকার যুকদের কর্মমূখী করার জন্য গঙ্গাচড়ায় স্টেডফাস্ট একাডেমি চালু করা হয়েছে। বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ভাতা দেওয়া হয়।
*** আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০২ | বৃহস্পতিবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি